আমরা এখন অনলাইনের যুগে । তাই সময়ের সাথে প্রয়োজনের পাশে প্রতি মুহূর্তে এই ইন্টারনেট আমাদের কাজে আসছে । কিন্তু বিভিন্ন কারণে সব সময় সব ওয়েবসাইটে Accessibility Mode একটিভ থাকে না । যেমন, এই মুহূর্তে আমাদের দেশে জনপ্রিয় প্রায় সকল ওয়েব সাইট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে (Facebook,Somewhereinblog,Techtunes etc)। নিত্যান্ত প্রয়োজনে আমরা এই সব ওয়েবসাইট ব্যবহার করবো । আসুন জেনে নিই কিভাবে এসব ওয়েব সাইট ব্যবহার করবো, বন্ধ থাকা সত্ত্বেও ।
তত্ত্বঃ মাথায় একটু খেলি কিভাবে এটা করা যায় ? যে সব ওয়েবসাইট বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো World Wide Web এ সম্প্রসারিত । এ থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে, এসব ওয়েব সাইট শুধু বাংলাদেশ না অন্য দেশ থেকেও Access করা যাবে । আর একটা দেশ তার নির্দিষ্ট এলাকাতেই তার নেটওয়ার্ক কন্টোল Access অথবা Deny করতে পারে । এতে আমরা বুঝলাম যে, ওয়েব সাইট গুলো শুধু বাংলাদেশ এরিয়াতেই শুধু Restricted । কারণ, বাংলাদেশ তো আর সারা পৃথিবীর নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে না । তাই বুঝা যায় এই Restriction টা শুধু বাংলাদেশেই ঘটেছে । তাহলে আমি কিভাবে এখন Restricted ওয়েব গুলো পরিদর্শন করতে পারবো ? এর একটাই পদ্ধতি , আমাকে অন্য লোকেশনের User হিসেবে প্রবেশ করতে হবে । যেমন, আমি এখন বাংলাদেশে আছি । বাংলাদেশ ছাড়া অন্য লোকেশন(আমেরিকা, কুরিয়া, জাপান, চিন etc) এর User হিসেবে আমাকে ওয়েব এড্রেসটিতে Access করতে হবে । তাহলেই আমি সে ওয়েব সাইটে প্রবেশ করতে পারবো । অর্থ্যাৎ, প্রাইভেট নেটয়ার্ক ব্যবহার করতে হবে ।
কম্পিউটারের এই পদ্ধতির নাম VPN(Virtual Private Network) । এই পদ্ধতির মাধ্যমে আমরা অন্য লোকেশনের ব্যবহারকারী হিসেবে ওয়েব সাইটে Access করতে পারবো । এখন দেখাবো কিভাবে তা করতে হয় ।
মুঠোফোন ব্যবহারকারীদের জন্যঃ
চিত্রঃ HideME
স্মার্টফোন ব্যবহারকারীরা HideME অ্যাপটি Google Play থেকে রিসেন্ট ভার্সনটা ডাউনলোড করে এ কাজ করতে পারেন ।
চিত্রঃ HotSpot Sheid
অথবা HotSpot Sheid অ্যাপটি Google Play থেকে ডাউনলোড করে কাজ করতে পারেন ।
পিসিতে ভিপিএন এর জন্য একটি ব্রাওজার ব্যবহার করতে পারেন । Browser টির নামTor Browser। আপনি চাইলে এখান থেকে থেকে ব্রাউজারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন । নিচে এর Screen Shot গুলো দেখানো হলোঃ
এছাড়াও আপনি Google এর সহযোগীতায় আপনি Restricted ওয়েব সাইট দেখতে পারেন । তবে সকল ওয়েব সাইট না । যে ওয়েব সাইটটি Google ক্যাচ করে রেখেছে শুধু সে সব ওয়েব এরই তার সামগ্রীক ডিজাইন আপনি ভিউ করতে পারবেন । এজন্য আপনাকে http://webcache.googleusercontent.com/search?q=cache:http:// লিখে তার পর আপনার কাংক্ষিত Address লিখে চেক করে দেখতে পারেন সে ওয়েব সাইটের Cache Goole এ Saved করা আছে কি না । তবে এ প্রক্রিয়াটি লগইন সাইটের জন্য প্রযোজ্য নয় । শুধু আউটপুট ইন্টারফেস দেখার জন্য ব্যবহার করতে পারেন ।
বিশেষ দ্রষ্টব্যঃVPN এর যে কোন Software কিংবা পদ্ধতি প্রযোগের জন্য আপনাকে ইন্টারনেটের সকল লগিইন ফোরাম সিকিউরিটি বাড়িয়ে নিবেন । কারণ, এগুলো IP Address এর মাধ্যমে Access হয়ে থাকে । যার দরুন আপনার কোন তথ্যকে কেউ চুরি করতে পারে । এখনো পর্যন্ত আমি এ ধরণের কোন দশায় পরিনি । তবে, হতে পারে । কারন, উপরের সকল Software এবং Process ফ্রীতে দেয়া । অথবা আপনি যদি একদম Standard ভাবে ব্যবহার করতে চান তাহলে VPN এর প্রিমিয়ার Soft কিনে ব্যবহার করতে পারেন । এধরণের সেবা বাংলাদেশের অনেক Web Client Server ঐ দিচ্ছে । সেগুলো ব্যবহার করে আপনি সহজেই VPN সার্ভিস ব্যবহার করতে পারেন । Web Security সম্পর্কে যারা একটু ভালো জানে তারা ফ্রীগুলো দিয়েই কাজ করে । এখন Facebook এর বিভিন্ন ড্যাটা সহজেই চুরি হয় । তাই বিশেষ করে Facebook ব্যবহারকারীদের জন্য Facebook Login Approval Service টি একটিভ করে এধরণের সেবা নেয়ার জন্য অনুরুধ রইলো ।