"যুক্ত হচ্ছে ১ অধি সেকেন্ড" |
আজ অর্থ্যাৎ ৩০শে জুন ২০১৫, এই দিনে আমরা এক সেকেন্ড অতিরিক্ত ভাবে পাচ্ছি । আজ রাত ১১:৫৯:৫৯ সময়টার পরে ১২:০০:০০ সময়টা আসছে না । রাত ১১:৫৯:৫৯ টার পর আরো এক সেকেন্ড অপেক্ষা করার পর দেখা পাবো ১২:০০:০০ সময়টা ।
একে বিজ্ঞানীরা বলছেন "Leap Second" যাকে বাংলায় বলা যায় "অধিসেকেন্ড" ।
চার বছর পর পর "অধিবর্ষ" জনিত কারনে আমরা ফেব্রুযারী মাসকে পায় ২৯ দিন হিসেবে । তবে, আমরা অধিসেকেন্ড পাওয়ার একটা কারন আছে । নিছে এ সম্পর্কে বিস্তারিত বলা হলোঃ
৩৬ তম অধি সেকেন্ড |
পৃথিবীর ঘুর্ণনের মধ্যে খুব ক্ষুদ্র ব্যবধান সৃষ্টি হচ্ছে যার দরুন এখন সৌর দিন গুলো আস্তে আস্তে দীর্ঘ হয়ে যাচ্ছে । "প্যারিস মানমন্দিরে অবস্থিত ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন সার্ভিস (অধুনা ‘আইইআরএস) সংস্থার বিজ্ঞানীরা পৃথিবীর আর্বতন গতির উপর সারা বছরই পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখেন, এবং প্রয়োজন পড়লে সময় গণনার ক্ষেত্রে সূক্ষ্ম পরিবর্তনের উদ্যোগ নিয়ে থাকেন।
তাঁরা জানিয়েছেন, পৃথিবীর আহ্নিক গতি প্রতিদিনই ১ সেকেন্ডের দুই হাজার ভাগের এক ভাগ করে কমে আসছে। সেই কারণেই হিসেব ঠিক রাখতে ওই ১ সেকেন্ড যোগ করা হবে। যদিও পারমাণবিক সময় (বা অ্যাটমিক টাইম, যা ইলেকট্রন কণার শক্তি পরিবর্তন বা ট্রানসিশন পদ্ধতিতে অ্যাটমিক ঘড়ির সাহায্যে মাপা হয়) একই থাকবে।
চিত্রঃ আজ দেখবো ২৩:৫৯:৬০ |
তবে এই ব্যাপার এই প্রথম ঘটছে না। ১৯৭২ সালে পৃথিবীর সময়-জগতে প্রথম লিপ সেকেন্ড যোগ করা হয়। এর পর থেকে অনেক বার এই লিপ সেকেন্ড পৃথিবীর বুকে যোগ করা হয়েছিলো । ২০১৫-র ৩০ জুন মাসের ঘটনা এই তালিকায় ৩৬তম হিসেবে জায়গা পাবে অর্থ্যাৎ, এ পর্যন্ত মোট ৪৩ বৎসরে ৩৬ সেকেন্ড যুক্ত করা হয়েছে । নাসা(NASA)-র গবেষকরা জানান,
"যদি এ রকম হতে থাকে তবে আগামী ৫০০ বছরের মধ্যে পৃথিবীতে আরো ১৫০০ সেকেন্ড মানে মোট ২৫ মিনিট পৃথিবীর বুকে যুক্ত হয়ে যাবে ।"এই দিনে ঘড়িতে এক সেকেন্ডের জন্য রাত ১১টা ৫৯ মিনিট ৬০ সেকেন্ড সময় পর্যন্ত দেখাবে। সেই চিন্তায় সফটওয়্যার কোম্পানিগুলি এখন থেকেই কোমর বাঁধছে। ২০১২ সালে লিপ সেকেন্ড যোগ হওয়ার পর সময়-ঘটিত গোলমালের জেরে বহু সফটওয়্যার, বিশেষ করে ‘জাভা’য় তৈরি প্রোগ্রামগুলি ক্র্যাশ হয়ে গিয়েছিলো । ২০১২ সালে একটি লিপ সেকেন্ড যুক্ত হওয়ার সময় মজিলা, রেডিট, লিঙ্কডিনের মতো সাইটগুলো ক্রাশ করেছিল। এ সম্পর্কে NASA এর তৈরী ভিডিওটি দেখে নিতে পারেন ।