উইকিপিডিয়ার ১৫ তম জন্ম দিন উপলক্ষে অনুবাদ প্রতিযোগীতা ২০১৫

উইকিপিডিয়ার ১৫ তম জন্ম দিন উপলক্ষে অনুবাদ প্রতিযোগীতা ২০১৫
উইকিপিডিয়ার ১৫ তম জন্মদিন উপলক্ষে অনুবাদ প্রতিযোগীতা ।
চিত্রঃ উইকিপিডিয়ার ১৫ বছর ফূর্তি


উইকিপিডিয়ার প্রধান প্রশাসক "জিমি ওয়্যালস" এবং "ল্যারি স্যাঙ্গার" । আজ এদেশ থেকে ওদেশে হয়ে হয়ে বাংলা ভাষায়ও এই মুক্ত বিশ্ব কোষটি জায়গা করে নিয়েছে । বাংলা ভাষায় এই সংগঠনটি চালু হয় ২০০৪ সালের ২৭শে জানুয়ারী ।  এটি একটি "ইন্টারনেট বিশ্বকোষ" । যেখানে অজস্র লাখ লাখ নিবন্ধন তৈরী করা রয়েছে । কিন্তু বাংলা ভাষায় এতো বেশী নিবন্ধন নেই যতটুকু ইংরেজী ভাষাই আছে । তবে বাংলা ভাষায় বাংলা ভাষা ভাষী মানুষরা এর প্রচুর কাজ করছে যাতে আমাদের এই ভাষা সমবৃদ্ধশালী হয় । বর্তমানে বাংলা ভাষাই ১,০৩,৯৩১ জন ব্যবহারকারী রয়েছে । ৩৯,৬৯৮টি নিবন্ধিত পাতা বর্তমানে রয়েছে । বাংলায় এর ১৬ জন প্রশাসক রয়েছে । উনারা খুব পরিশ্রম করছেন এ ভাষার সম্ভার বৃদ্ধি করার জন্য । বিশেষ করে বর্তমান প্রধান প্রশাসক নাহিদ সুলতাল ভাই এবং বুধিসত্ত্বা ভাইয়ের উপর আমি চীর কৃতজ্ঞ । প্রতি ক্ষণে ক্ষণে উনারা এভাষার জন্য কাজ করে যাচ্ছেন ।

এবার ভারত বাংলাদেশ যৌথ উদ্দোগে উইকিপিডিয়ার ১৫ তম জন্মদিন পালনের উদ্দোগে একটি অনুবাদ প্রতিয়োগিতার আয়োজন করা হয়েছে । যেখানে বাংলা ভাষা ভাষি যে কেউ অংশগ্রহণ করতে পারবে । উইকিপিডিয়ার ভালো নিবন্ধন গুলো থেকে যে কোন অ অনুবাদিত নিবন্ধন নিবন্ধিত করতে পারলে এবং এই পাতায় জমা দিতে পারলে আপনি পাচ্ছেন বাংলা উইকিপিডিয়া থেকে প্রাইজ এবং র‍্যাভেন এর পক্ষ থেকে পাবেন আরো কিছু গিফট সামগ্রী । চলুন বাংলার উইকি ফাউন্ডেশন থেকে জেনে নেয় এ সম্পর্কে বিস্তারিত ।

ভালো নিবন্ধ অনুবাদ প্রতিযোগিতা

উইকিপিডিয়ার ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে ২০১৫-এর নভেম্বরের ১ তারিখ থেকে ২০১৬-এর জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত ইংরেজি উইকিপিডিয়ার ভালো নিবন্ধের তালিকা থেকে যে নিবন্ধগুলো এখনো বাংলাতে তৈরি হয়নি সেগুলো অনুবাদ করবো। এই অনুবাদে যেকেউ যুক্ত হতে পারবে এবং যদি কেউ একটি নিবন্ধও অনুবাদ করে তাহলেও তাকে উইকিমিডিয়া বাংলাদেশএর পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রত্যেকটি নিবন্ধ অনুবাদের জন্য র‍্যাভেনের পক্ষ থেকে দেওয়া হবে উইকিপিডিয়া চাবির রিং। যেকোন প্রকার সাহায্যের জন্য এখানে ক্লিক করে বার্তা রাখুন অথবা info-bn@wikimedia.org ঠিকানায় ইমেইল করুন। সাহায্যের জন্য লাইভ চ্যাট করতে ক্লিক করুন: #wikipedia-bn
নিয়মাবলী
  1. যেকোন লগইনকৃত একাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে অনুবাদকৃত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
  2. এই তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি এমন যেকোন নিবন্ধই অনুবাদ করতে পারেন তবে আপনাকে অবশ্যই পুরো নিবন্ধটি অনুবাদ করতে হবে। সংশ্লিষ্ঠ ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি বামপাশের 'Languages' এর নিচে বাংলা দেখতে পান তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে।
  3. যান্ত্রিক অনুবাদ বা গুগল ট্রন্সলেটর-এর মত অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  4. ১লা নভেম্বর ২০১৫ থেকে ১০ই জানুয়ারি ২০১৬ পর্যন্ত এই সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলোই কেবল পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন।
  5. প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।
  6. প্রথমে নিচের অংশগ্রহণকারী অনুচ্ছেদে আপনার নাম যুক্ত করুন এবং নিবন্ধ অনুবাদ শেষ হলে পর্যালোচনার জন্য নিচের পর্যালোচনার জন্য জমাদানকৃত নিবন্ধ অনুচ্ছেদে নিবন্ধটি আপনার স্বাক্ষরসহ যুক্ত করুন।
  7. ভারত ও বাংলাদেশের যেকোন উইকিপিডিয়ানই অংশ নিতে পারবেন।
  8. নিবন্ধ পর্যালোচকরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন তবে তিনি অবশ্যই নিজের নিবন্ধ নিজে পর্যালোচনা করতে পারবেন না।
পুরস্কার
  1. কোন ব্যবহারকারী ১টি নিবন্ধ অনুবাদ করলে তাকে- ১টি উইকিপিডিয়া রিস্টব্যান্ড, ১টি উইকিপিডিয়া কলম ও ১টি উইকিপিডিয়া ব্যাজ দেওয়া হবে।
  2. কোন ব্যবহারকারী ২টি নিবন্ধ অনুবাদ করলে তাকে- ১টি উইকিপিডিয়া রিস্টব্যান্ড ও ১টি “উইকিপিডিয়া১৫” টি-শার্ট দেওয়া হবে।
  3. কোন ব্যবহারকারী ৪টি নিবন্ধ অনুবাদ করলে তাকে- ১টি উইকিপিডিয়া রিস্টব্যান্ড, ১টি “উইকিপিডিয়া১৫” টি-শার্ট ও একটি পেনড্রাইভ দেওয়া হবে।
  4. এছাড়া সবচেয়ে বেশি নিবন্ধ অনুবাদকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার।






আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি । আপনারাও অংশগ্রহণ করুন । কোন সমস্যা হলে অবশ্যই আমার এই সাইটের মন্তব্য পাতায় কিংবা আমার ফেইসবুক পাতায় আপনার সমস্যার কথা জানান ।


আমরা চাই আমাদের মাতৃভাষা সমবৃদ্ধিশালী হোক । আমরা হয়তো ১৯৫২ ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়নি কিন্তু যার জন্য ৫২'র রক্ত ক্ষয় তার প্রতিদান দেবো ইনশাল্লা । আমাদের ভাষাকে বিশ্বের দোয়ারে একটি সুঠাম ও সমবৃদ্ধ শালী ভাষা হিসেবে প্রতিস্থিত করবো । আমরা শুধু পুরষ্কারের জন্য নয় ভাষার ঐতিহ্য রক্ষার্থে কাজ করে যাবো বাংলা ভাষাভাষি সকল ওয়েব সাইটে ।

ধন্যবাদ
বিস্তারিত পড়ুন

VPN এর মাধ্যমে যেকোন বন্ধ ওয়েবসাইট প্রদর্শন

VPN এর মাধ্যমে যেকোন বন্ধ ওয়েবসাইট প্রদর্শন
VPN (Virtual Private Network)
চিত্রঃ VPN Network Connection

আমরা এখন অনলাইনের যুগে । তাই সময়ের সাথে প্রয়োজনের পাশে প্রতি মুহূর্তে এই ইন্টারনেট আমাদের কাজে আসছে । কিন্তু বিভিন্ন কারণে সব সময় সব ওয়েবসাইটে Accessibility Mode একটিভ থাকে না । যেমন, এই মুহূর্তে আমাদের দেশে জনপ্রিয় প্রায় সকল ওয়েব সাইট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে (Facebook,Somewhereinblog,Techtunes etc)। নিত্যান্ত প্রয়োজনে আমরা এই সব ওয়েবসাইট ব্যবহার করবো । আসুন জেনে নিই কিভাবে এসব ওয়েব সাইট ব্যবহার করবো, বন্ধ থাকা সত্ত্বেও ।
তত্ত্বঃ মাথায় একটু খেলি কিভাবে এটা করা যায় ? যে সব ওয়েবসাইট বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো World Wide Web এ সম্প্রসারিত । এ থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে, এসব ওয়েব সাইট শুধু বাংলাদেশ না অন্য দেশ থেকেও Access করা যাবে । আর একটা দেশ তার নির্দিষ্ট এলাকাতেই তার নেটওয়ার্ক কন্টোল Access অথবা Deny করতে পারে । এতে আমরা বুঝলাম যে, ওয়েব সাইট গুলো শুধু বাংলাদেশ এরিয়াতেই শুধু Restricted । কারণ, বাংলাদেশ তো আর সারা পৃথিবীর নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে না । তাই বুঝা যায় এই Restriction টা শুধু বাংলাদেশেই ঘটেছে । তাহলে আমি কিভাবে এখন Restricted ওয়েব গুলো পরিদর্শন করতে পারবো ? এর একটাই পদ্ধতি , আমাকে অন্য লোকেশনের User হিসেবে প্রবেশ করতে হবে । যেমন, আমি  এখন বাংলাদেশে আছি । বাংলাদেশ ছাড়া অন্য লোকেশন(আমেরিকা, কুরিয়া, জাপান, চিন etc) এর User হিসেবে আমাকে ওয়েব এড্রেসটিতে Access করতে হবে । তাহলেই আমি সে ওয়েব সাইটে প্রবেশ করতে পারবো । অর্থ্যাৎ, প্রাইভেট নেটয়ার্ক ব্যবহার করতে হবে ।
কম্পিউটারের এই পদ্ধতির নাম VPN(Virtual Private Network) । এই পদ্ধতির মাধ্যমে আমরা অন্য লোকেশনের ব্যবহারকারী হিসেবে ওয়েব সাইটে Access করতে পারবো । এখন দেখাবো কিভাবে তা করতে হয় ।

মুঠোফোন ব্যবহারকারীদের জন্যঃ
চিত্রঃ HideME

স্মার্টফোন ব্যবহারকারীরা HideME অ্যাপটি Google Play থেকে রিসেন্ট ভার্সনটা ডাউনলোড করে এ কাজ করতে পারেন ।
চিত্রঃ HotSpot Sheid

অথবা HotSpot Sheid অ্যাপটি Google Play থেকে ডাউনলোড করে কাজ করতে পারেন । 
চিত্রঃ Hole VPN


চিত্রঃ Hole VPN
অথবা হোল নামের এই অ্যাপটিও দেখতেও পারেন । 

iPhone and iPad  এর জন্যঃ

চিত্রঃ HideME iSO Mac

HideME App টি ডাউনলোড করে এ কাজ করতে পারবেন ।

পিসি(PC) ব্যবহারকারীদের জন্যঃ

পিসিতে ভিপিএন এর জন্য একটি ব্রাওজার ব্যবহার করতে পারেন । Browser টির নাম Tor Browser । আপনি চাইলে এখান থেকে  থেকে ব্রাউজারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন । নিচে এর Screen Shot গুলো দেখানো হলোঃ

চিত্রঃ Tor Browser 1

চিত্রঃ Tor Browser 2

চিত্রঃ Tor Browser 3
চিত্রঃ Tor Browser 4

অথবা আপনি VPN Client & VPN Gate Client ব্যবহার করে ব্যবহার করে আপনার Local IP পরিবর্তন করতে পারেন । 
চিত্রঃ VPN Gate Client
চিত্রঃ VPN Gate Public VPN Relay Servers
এই App এর কার্যপদ্ধতি ও Installing Process নিচে দেখানো হলঃ
VPN Client & VPN Gate Client  টি ডাউনলোড করে নিন । এর পর নিচের চিত্রের মত ধাপগুলো অনুসরণ করুন ।
চিত্রঃ VPN Client & Gate Client
ডাউনলোড করার পর ফাইলটির লোকেশন খুঁজে বের করুন এবং ইনস্টল করুন ।
চিত্রঃ VPN Client & Gate Client
ইনস্টল প্রক্রিয়া সম্পন্ন করি ।

চিত্রঃ VPN Client & Gate Client
এর পর Software Component হিসেবে SoftEther Client ব্যবহার করুন ।

চিত্রঃ VPN Client & Gate Client
 তারপর VPN Gate Public VPN Relay Server সিলেক্ট করি ।
চিত্রঃ VPN Client & Gate Client
এরপর Available VPN Server গুলো দেখাবে । সেখান থেকে ইচ্ছে মত Server পছন্দ করি । তারপর "Connect to the VPN Server" সিলেক্ট করি  ।

চিত্রঃ VPN Client & Gate Client
VPN প্রোটোকল কানেক্ট করি ।

চিত্রঃ VPN Client & Gate Client
যদি আপনার নেটওয়ার্ক প্রতিস্থিত হয় তাহলে একটি ছোট উইন্ডোতে আপনার Connection এর IP Address দেখাবে ।

চিত্রঃ VPN Client & Gate Client
লোকাল এরিয়া থেকে Access Protocol, Windows CMD তে আপনার বর্তমান কানেকশনের Status Present করবে ।

চিত্রঃ VPN Client & Gate Client
CMD Automatically আপনার Private Area থেকে Google DNS এর মাধ্যমে Web Address Truck করবে ।

চিত্রঃ VPN Client & Gate Client
এর পর আপনি তা দিয়ে আপনার Browser এর মাধ্যমে সহজেই Unavailable ওয়েব ঠিকানায় প্রবেশ করতে পারবেন ।
এছাড়াও, আপনি HotSpot Sheild এর PC Version টা নিয়ে এ কাজ করতে পারবেন । HotSpot Client Software টি ব্যবহারবিধির জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন । 

HotSopt Sheild App টি এখান থেকে ডাউনলোড করে নিন ।

অন্য পদ্ধতিঃ
 এছাড়াও আপনি Google এর সহযোগীতায় আপনি Restricted ওয়েব সাইট দেখতে পারেন । তবে সকল ওয়েব সাইট না । যে ওয়েব সাইটটি Google ক্যাচ করে রেখেছে শুধু সে সব ওয়েব এরই  তার সামগ্রীক ডিজাইন আপনি ভিউ করতে পারবেন । এজন্য আপনাকে http://webcache.googleusercontent.com/search?q=cache:http:// লিখে তার পর আপনার কাংক্ষিত Address লিখে চেক করে দেখতে পারেন সে ওয়েব সাইটের Cache Goole এ Saved করা আছে কি না । তবে এ প্রক্রিয়াটি লগইন সাইটের জন্য প্রযোজ্য নয় । শুধু আউটপুট ইন্টারফেস দেখার জন্য ব্যবহার করতে পারেন । 

বিশেষ দ্রষ্টব্যঃ  VPN এর যে কোন Software কিংবা পদ্ধতি প্রযোগের জন্য আপনাকে ইন্টারনেটের সকল লগিইন  ফোরাম সিকিউরিটি বাড়িয়ে নিবেন । কারণ, এগুলো IP Address এর মাধ্যমে Access হয়ে থাকে । যার দরুন আপনার কোন তথ্যকে কেউ চুরি করতে পারে । এখনো পর্যন্ত আমি এ ধরণের কোন দশায় পরিনি । তবে, হতে পারে । কারন, উপরের সকল Software এবং Process ফ্রীতে দেয়া । অথবা আপনি যদি একদম Standard ভাবে ব্যবহার করতে চান তাহলে VPN এর প্রিমিয়ার Soft কিনে ব্যবহার করতে পারেন । এধরণের সেবা বাংলাদেশের অনেক Web Client Server ঐ দিচ্ছে । সেগুলো ব্যবহার করে আপনি সহজেই VPN সার্ভিস ব্যবহার করতে পারেন । Web Security সম্পর্কে যারা একটু ভালো জানে তারা ফ্রীগুলো দিয়েই কাজ করে । এখন Facebook এর বিভিন্ন ড্যাটা সহজেই চুরি হয় । তাই বিশেষ করে Facebook ব্যবহারকারীদের জন্য Facebook Login Approval Service টি একটিভ করে এধরণের সেবা নেয়ার জন্য অনুরুধ রইলো । 
ধন্যবাদ ।

বিস্তারিত পড়ুন

পৃথিবীর অন্যতম সেরা হ্যাকারদের গল্পঃ cOmraDe

পৃথিবীর অন্যতম সেরা হ্যাকারদের গল্পঃ cOmraDe
আজ আমি আপনাদেরকে একজন দুরন্ত হ্যাকারের কাহিনী জানাবো ...।
File: jonathan james(cOmrade)

এদের মধ্যে প্রথম সারিতে আছে আছেন এই হ্যাকার । এই হ্যাকারের নাম জনাথন জেমস(Jonathan James) । মাত্র ১৫ বছর বয়সে তিনি সাড়া বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন । তার আরো একটা নাম আছে । যেটা দিয়ে তাকে হ্যাকিং জগতে সবাই চিনে নামটি হলো "কমরেড(cOmraDe)" । তিনি বেল সাউথ,মিয়ামি-ডেড,আমেরিকার ডিফেন্স (The U.S Department of Defense) এবং পরম শক্তিশালী নাসা সহ আরো অনেক বড় বড় ওয়েবসাইট হ্যাক করেছিলেন ।
তার জীবনী ও কর্মকান্ডঃ
  •  ছেলের ইচ্ছাতে জেমসের বাবা তাকে ছোট বেলায় কম্পিউটার কিনে দিয়েছিলেন । হতে হতে তিনি কম্পিউটারের প্রতি খুব আসক্ত হয়ে পরেন । তের বছর বয়সে একবার ছেলের কম্পিউটারের নেশা মাত্রা ছাড়াচ্ছে দেখে তার কম্পিউটার জব্দ করেন বাবা রবার্ট জেমস। তার মনে হলো তার কাছ থেকে তার হার্ট উঠিয়ে নেয়া হয়েছে । তখন তিনি বাড়ি থেকে পালিয়ে যান, রাস্তার মোড় থেকে টেলিফোনে হুমকি দেন- আর বাড়ি ফিরবেন না যদি কম্পিউটার ফেরত না দেয়া হয়।

File: Little cOmrade




  •   মাত্র চোদ্দ বছর বয়সে প্রোগ্রামিং শিখতে শুরু করেন জেমস, জানতেন ইউনিক্স আর সি প্রোগ্রামিং ভাষা। কম্পিউটার ক্লাসের পাশাপাশি অনলাইনে ঘুরে ঘুরে শিখতেন তিনি। আর এ বিদ্যার উপর ভর করেই এক বছরের মাথায় হ্যাক করেন নাসা আর প্রতিরক্ষা বিভাগের সাইট। হ্যাকার কমিউনিটিতে তিনি কমরেড জন নামেও বহুল পরিচিত।
  •  ১৯৯৯ সালের ২৩ আগস্ট থেকে ২৭ অক্টোবরের মধ্যে জেমস তার মেধাকে কাজে লাগিয়ে ভাইরাস সম্পর্কে তার চিন্তা শক্তিকে অনেক দূর নিয়ে যান। এমন কি তিনি তখন মাত্র ১৫ বছর বয়সে বেল-সাউথ, মিয়ামি ডেড, আমেরিকার প্রতিরক্ষা বিভাগ এবং নাসার ওয়েব সাইট হ্যাক করেন। এছাড়াও সে ব্যাকডোর কম্পিউটিং এর মাধ্যমে ডালাস এবং ভিরজিনার সার্ভারে একটি স্নিফার ইন্সটল করেন। যার মাধ্যমে তিনি ওই সব স্থানের প্রায় তিন হাজার তথ্য চুরি করেন। যার মধ্যে ছিল ওই এলাকা গুলোর সকল চাকুরীজিবিদের তথ্য এমন কি কমপক্ষে ১০ টি অফিশিয়াল মিলিটারী কম্পিউটারের তথ্য। ফলে জেমসকে জেলেও যেতে হয়।
চিত্রঃ cOmraDe

  •  জেমস নাসার ওয়েব সাইট হ্যাক করে এবং সেখান থেকে প্রায় ১.৭ মিলিয়ন ডলারের সমপরিমান মূল্যের একটি সফটওয়ার এর সোর্সকোড ডাউনলোড করে। নাসার মতে জেমস যে সফটওয়্যারগুলো চুরি করেছিল সেগুলো দিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিয়ন্ত্রন করা হয়। জেমস নাসার ওয়েব সাইটে যে ক্ষতি করেছিলো সেটি ঠিক করতে নাসার ওয়েবসাইট তিন সপ্তাহ বন্ধ রাখতে হয়। অপরদিকে এটি ঠিক করতে নাসা কে গুনতে হয় প্রায় আরো ৪১,০০০ ডলার।
  •  প্রতিরক্ষা দপ্তর, নাসা এবং স্থানীয় পুলিশ থেকে এজেন্টদের একটি দল জানুয়ারী ২৬, ২০০০ তারিখে আনুমানিক সকাল ৬টায় জেমসের বাড়িতে অভিযান চালায়। এরপর ২০০০ সালের অক্টোবর মাসে তাকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। মুক্তির পর তাকে ১৮ বছর বয়স প্রর্যন্ত করা নজরদারিতে রাখা হয় এবং নাসা ও প্রতিরক্ষা দপ্তর এর কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখতে হয়েছিল। এসময় তার কম্পিউটার ব্যবহারের উপরেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়।
  •  ২০০৭ সালে টিজেএক্স নামের একটি কোম্পানীর ওয়েব সাইট বেশ বড় একটা হ্যাকিং এর ঘটনা ঘটে। যার ফলে ওই কোম্পানীর অনেক ক্লাইন্টের ব্যাক্তিগত তথ্য চুরি হয়ে যায়। এছাড়াও বস্টন মার্কেট, বার্নেস এয়ান্ড নোবেল, স্পোর্টস অথরিটি, ফরেভার-২১, অফিস ম্যাক্স এবং ডেভ বাস্টার্স সহ আরো কিছু বড় বড় প্রতিষ্ঠানেও একি ধরনের হ্যাকিং এর ঘটনা ঘটে। যদিও জেমস অস্বীকার করেন যে, তিনি এগুলোর সঙ্গে জড়িত নন, তবুও তাকে বিভিন্ন তদন্তের সম্মুখীন হতে হয়। এরপর তদন্ত কর্মকর্তারা তাদের তদন্তের মাধ্যমে দেখেন যে এই ঘটনাতে জে,জে, নামে অন্য একজন জড়িত। নামের সাথে মিলে যাওয়াতে জেমস তাদের প্রধান লক্ষ্যতে পরিনত হন। এরপর ২০০৮ সালের ১৮ এপ্রিল জেমস এর মৃত দেহ তার বাথরুমে পাওয়া যায় । ঐ সময় তার কিছু শত্রু ছিলো যারা সাইট হ্যাক করে সাইটে জনাথন জেমসের নাম লিখে পোস্টার টাঙিয়ে দিতো । তিনি বুঝতে পারেন যে এটা প্রমাণের তার কাছে কোন প্রমাণ নেই । তাই সে তার বাবার পিস্টল দিয়ে নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন ।  হ্যাকিং করার এই ঘটনায় নিজেকে নির্দোষ প্রমান করার আর কোন উপায় না পেয়ে সে আত্মহত্যা করে এবং মৃত্যুর আগে এই নোট রেখে যান,
    I honestly, honestly had nothing to do with TJX,I have no faith in the 'justice' system. Perhaps my actions today, and this letter, will send a stronger message to the public. Either way, I have lost control over this situation, and this is my only way to regain control.        "
বিস্তারিত পড়ুন

আদিত্য সানীর(Aditya Sanny) জনপ্রিয় বাংলা ফোক গান

আদিত্য সানীর(Aditya Sanny) জনপ্রিয় বাংলা ফোক গান
আমাদের লোকগীতি,বাউল,লালন ইত্যাদি গান গুলো কি হারিয়ে জেতে শুরু করেছে ।
আধুনিক তথা অত্যাধুনিক(র‍্যাপ,হিপ হপ) গানের মাঝে আমাদের ইতিহ্যবাহী আঞ্চলিক লোকগীতি গুলো তলিয়ে যাচ্ছে । আমার কাছে আমাদের এই লোকগীতি,লালন,বাউলের অনেক অনেক গানের সংগ্রহ আছে । তাই বলে আমি কি আধুনিক না ?
এক্ষেত্রে লালন ব্যান্ড ও নাম না জানা অনেক সংগঠন এবং কিছু শিল্পী কঠুর পরিশ্রম করে যাচ্ছে । যারা আজও তেমন সবার কাছে জনপ্রিয় না ।
তেমনি এক শিল্পী "আদিত্য সানী(Aditya Sanny)" । আজ উনার গাওয়া ১০টি অসাধারণ ফোক গান সবার সাথে শেয়ার করলাম ।
Preview করে নিন গানগুলোঃ(Youtube)


একটি zip ফাইলে আছে,
  •  পিরিত ভালো না সখী তরা প্রেম করিও না ।
  • আমি তুমার নাম লইয়া কান্দি ।
  • কে যাসরে ।
  •  রঙ্গিলা । 
  • ইচ্ছা করে ।
  • আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে ।
  •  সোনা বন্ধে ।
  •  হার কালা ।
  • মিলন হবে কত দিনে ।
  • হবিগঞ্জের যালালি কইতর ।
১০টি super বাংলা ফোক রিমিক্সড গান ।

আদিত্য সানির সকল folk গানের zip ফাইলটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন । আর আধুনিক গানের আড়ালে ডুবে যাওয়া এই ঐতিহ্যময়  গান গুলো সবার সাথে শেয়ার করে বাংলা মায়ের ঐতিহ্যটা বাঁচিয়ে রাখুন অনন্ত কাল ।

                                                         ধন্যবাদ সবাইকে...
বিস্তারিত পড়ুন

পৃথিবীর বুকে যুক্ত হচ্ছে ৩৬তম ১ সেকেন্ড । ক্রাশ হয়ে যেতে পারে ইন্টারনেট জগৎ !!! ৩০ জুন ২০১৫

পৃথিবীর বুকে যুক্ত হচ্ছে ৩৬তম ১ সেকেন্ড । ক্রাশ হয়ে যেতে পারে ইন্টারনেট জগৎ !!! ৩০ জুন ২০১৫
"যুক্ত হচ্ছে ১ অধি সেকেন্ড"
এক সেকেন্ড মানে একটি দিনের ৮৬৪০০ ভাগের এক ভাগ । এই এক সেকেন্ডে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতেও পারে । এক সেকেন্ডে আপনার জীবন রঙ্গীন হয়ে যেতেও পারে । যেমন বিন্দু বিন্দু জল মিলে মহা সাগর গঠিত হয় তেমনি এক একটি সেকেন্ড ছাড়া একটা মিনিট বা একটা ঘন্টা বা একটা দিন কিংবা একটা বছর সংগঠিত হতে পারে না । তাই এক সেকেন্ডও চলমান জীবনে মহা মূল্যমান ।
আজ অর্থ্যাৎ ৩০শে জুন ২০১৫, এই দিনে আমরা এক সেকেন্ড অতিরিক্ত ভাবে পাচ্ছি । আজ রাত ১১:৫৯:৫৯ সময়টার পরে ১২:০০:০০ সময়টা আসছে না ।  রাত ১১:৫৯:৫৯ টার পর আরো এক সেকেন্ড অপেক্ষা করার পর দেখা পাবো ১২:০০:০০ সময়টা ।
একে বিজ্ঞানীরা বলছেন "Leap Second" যাকে বাংলায় বলা যায় "অধিসেকেন্ড"

চার বছর পর পর "অধিবর্ষ" জনিত কারনে আমরা ফেব্রুযারী মাসকে পায় ২৯ দিন হিসেবে । তবে, আমরা অধিসেকেন্ড পাওয়ার একটা কারন আছে । নিছে এ সম্পর্কে বিস্তারিত বলা হলোঃ

৩৬ তম অধি সেকেন্ড
ফ্রান্সের প্যারিস মানমন্দির কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, পৃথিবীর ক্রমশ কমতে থাকা আবর্তন বা আহ্নিক গতির সঙ্গে তাল মেলানোর জন্য এই জুন মাসে অতিরিক্ত ১ সেকেন্ড যোগ করা হবে। ফলে আগামী ৩০ জুন রাত ১১ টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের পরেই পয়লা জুলাইয়ের সূচনা হবে না। তার জন্য সেকেন্ডের কাঁটা ৬০-এর ঘরে যাওয়ার পরে আরো এক সেকেন্ড অপেক্ষা করতে হবে বিশ্বের সর্বত্রই। এ সম্পর্কে NASA's Goddard Space Flight Center in Greenbelt, Md থেকে ডেনিয়েল ম্যাক মিলান বলেন,"
  পৃথিবীর ঘুর্ণনের মধ্যে খুব ক্ষুদ্র ব্যবধান সৃষ্টি হচ্ছে যার দরুন এখন সৌর দিন গুলো আস্তে আস্তে দীর্ঘ হয়ে  যাচ্ছে "
প্যারিস মানমন্দিরে অবস্থিত ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন সার্ভিস (অধুনা ‘আইইআরএস) সংস্থার বিজ্ঞানীরা পৃথিবীর আর্বতন গতির উপর সারা বছরই পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখেন, এবং প্রয়োজন পড়লে সময় গণনার ক্ষেত্রে সূক্ষ্ম পরিবর্তনের উদ্যোগ নিয়ে থাকেন।

 তাঁরা জানিয়েছেন, পৃথিবীর আহ্নিক গতি প্রতিদিনই ১ সেকেন্ডের দুই হাজার ভাগের এক ভাগ করে কমে আসছে। সেই কারণেই হিসেব ঠিক রাখতে ওই ১ সেকেন্ড যোগ করা হবে। যদিও পারমাণবিক সময় (বা অ্যাটমিক টাইম, যা ইলেকট্রন কণার শক্তি পরিবর্তন বা ট্রানসিশন পদ্ধতিতে অ্যাটমিক ঘড়ির সাহায্যে মাপা হয়) একই থাকবে।
মার্কিন নৌসেনার মানমন্দিরের আর্থ ওরিয়েনটেশন প্যারামিটারস সংস্থার প্রধান নিক স্টামাটাকোস-ও বলেন, ‘পৃথিবী একটু ধীর হচ্ছে। তাই সমন্বিত বিশ্বজনীন সময়ের (কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম, বা ইউটিসি) এবং অ্যাটমিক টাইম একই রাখতে ইউটিসি-তে ১ সেকেন্ড যোগ করা হবে। জুন মাসে সাধারণত ৮৬,৪০০ সেকেন্ড থাকে। এ বার তা ৮৬,৪০১ হবে।’
চিত্রঃ আজ দেখবো ২৩:৫৯:৬০

তবে এই ব্যাপার এই প্রথম ঘটছে না। ১৯৭২ সালে পৃথিবীর সময়-জগতে প্রথম লিপ সেকেন্ড যোগ করা হয়। এর পর থেকে অনেক বার এই লিপ সেকেন্ড পৃথিবীর বুকে যোগ করা হয়েছিলো । ২০১৫-র ৩০ জুন মাসের ঘটনা এই তালিকায় ৩৬তম হিসেবে জায়গা পাবে অর্থ্যাৎ, এ পর্যন্ত মোট ৪৩ বৎসরে ৩৬ সেকেন্ড যুক্ত করা হয়েছে । নাসা(NASA)-র গবেষকরা জানান,
"যদি এ রকম হতে থাকে তবে আগামী ৫০০ বছরের মধ্যে পৃথিবীতে আরো ১৫০০ সেকেন্ড মানে মোট ২৫ মিনিট পৃথিবীর বুকে যুক্ত হয়ে যাবে ।"
 এই দিনে ঘড়িতে এক সেকেন্ডের জন্য রাত ১১টা ৫৯ মিনিট ৬০ সেকেন্ড সময় পর্যন্ত দেখাবে। সেই চিন্তায় সফটওয়্যার কোম্পানিগুলি এখন থেকেই কোমর বাঁধছে। ২০১২ সালে লিপ সেকেন্ড যোগ হওয়ার পর সময়-ঘটিত গোলমালের জেরে বহু সফটওয়্যার, বিশেষ করে ‘জাভা’য় তৈরি প্রোগ্রামগুলি ক্র্যাশ হয়ে গিয়েছিলো । ২০১২ সালে একটি  লিপ সেকেন্ড যুক্ত হওয়ার সময় মজিলা, রেডিট, লিঙ্কডিনের মতো সাইটগুলো ক্রাশ করেছিল। এ সম্পর্কে NASA এর তৈরী ভিডিওটি দেখে নিতে পারেন ।

রেফারেন্সঃ
বিস্তারিত পড়ুন

সি প্রোগ্রামের মাধ্যমে উন্ডো বন্ধ করা (Turn Off / Shut Down Window Using C Program)

সি প্রোগ্রামের মাধ্যমে উন্ডো বন্ধ করা (Turn Off / Shut Down Window Using C Program)


Shut Down C Program
C প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ড কন্ট্রোল করা যায় । C প্রোগ্রামিং ব্যবহার করে আপনি Hardware Acceleration তথা Shut Down ও বিভিন্ন অ্যাপ্স পর্যন্ত তৈরী করা সম্ভব । আজ আমি নিচে একটি C প্রোগ্রাম দেখাচ্ছি যার মাধ্যমে আপনি আপনার Operating  System কে Shut Down দিতে পারবেন ।
C প্রোগ্রামিং SurModifier.BlogSpot.Com
চিত্রঃ C প্রোগ্রামিং


 Windows XP এর জন্য Shut Down C প্রোগ্রামঃ

#include <stdio.h>
#include <stdlib.h>
 
int main()
{
   char ch;
 
   printf("Do you want to shutdown your computer now (y/n)\n");
   scanf("%c", &ch);
 
   if (ch == 'y' || ch == 'Y')
      system("C:\\WINDOWS\\System32\\shutdown -s");
 
   return 0;
}

Windows 7 এর জন্য Shut Down C প্রোগ্রামঃ

#include <stdio.h>
#include <stdlib.h>
 
int main()
{
   system("C:\\WINDOWS\\System32\\shutdown /s");
 
   return 0;
}
To shutdown immediately use "C:\\WINDOWS\\System32\\ shutdown /s /t 0". To restart use /r instead of /s.

Ubuntu Linux এর জন্য Shut Down C প্রোগ্রামঃ

#include <stdio.h>
 
int main() {
  system("shutdown -P now");
  return 0;
} 
ধন্যবাদ । এ বিষয়ে আরো জানতে আমার সাথেই থাকুন ।
বিস্তারিত পড়ুন

গানের Vocal মুছে ফেলার কৌশল (How Can Remove Vocal From a Song-Bangla Tutorial)

গানের Vocal মুছে ফেলার কৌশল (How Can Remove Vocal From a Song-Bangla Tutorial)
Now it is easy to create a Unvocal (karaoke) song using WavePad...

First Download This Small Soft :
WavePad
System Requirements :

  • Works on Windows 7, XP, Vista and 8
  • Mac OS X 10.4 or higher
  • iPad version runs on iOS 3.2 or higher
  • Android version runs on 2.3.3 or higher
And Watch his Video : 

Thank You for your kind attention....
বিস্তারিত পড়ুন

জাতিস্মর-অমরত্তের প্রত্যাশা নেই by SurModifier [Full HD Video load from Jaatiswar Movie]

জাতিস্মর-অমরত্তের প্রত্যাশা নেই by SurModifier [Full HD Video load from Jaatiswar Movie]

জাতিস্মর-অমরত্তের প্রত্যাশা নেই


Watch It...


আমার এডিট করা প্রথম মিউজিক ভিডিও

এটি আমার তৈরী করা প্রথম মডিফাইড করা গান । আমাদের যাত্রা এখান থেকে ...।।

বিস্তারিত পড়ুন